বিমানবন্দর স্টেশনে ২৬ হাজার ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার 

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ২৬ হাজার ৬৩৫ ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রদিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2021, 02:21 PM
Updated : 28 Oct 2021, 02:21 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার রেলওয়ে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ও কর্তব্যরত বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ি পুলিশ কর্মকর্তারা তাদের আটক করে।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার ডেইলপাড়ার আব্দুল গফুরের দুই ছেলে মো. রফিক আলম (৩০) ও মনির হোসেন ওরফে বাতাইন্না।

ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামে।

“ওই দুই ভাই একটি ট্রলি ব্যাগসহ ট্রেন থেকে ২ নম্বর প্লাটফর্মে নামেন এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন।”

ওসি জানান, ঢাকা জেলার রেলওয়ে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ও কর্তব্যরত বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ি পুলিশ কর্মকর্তারা তাদের আটক করে সঙ্গে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে তিনটি পলিথিন প্যাকেটের ভেতর ১৩৯টি জিপারের এর মধ্যে মোট  ২৬ হাজার ৬৩৫ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা বলে ওসি মাজহারুল হক জানান।

আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।