মুন্সীগঞ্জে ছিনতাইকারীর হামলায় ব্যবসায়ী নিহত, আহত ২ ছেলে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ছিনতাইকারীর হামলায় এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন; আহত হয়েছেন তার ছেলে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2021, 01:04 PM
Updated : 27 Oct 2021, 01:04 PM

মঙ্গলবার গভীর রাতে টঙ্গীবাড়ি উপজেলার তুলকাই গ্রামে এই হামলা হয় বলে টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোয়েব জানান।

নিহত মো. আলীম হোসেন (৫৫) উপজেলার বড়লিয়া এলাকায় ফার্নিচারের দোকান করতেন।   

আহতরা হলেন আলীম হোসেনের দুই ছেলে মো. শান্ত (১৬) ও মো. শুভ (২৭)। গুরুতর আহত শুভকে ঢাকায় পাঠানো হয়েছে। শান্ত স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

আলীম হোসেনের শ্যালক মানিক জানান, মঙ্গলবার রাত ২টার দিকে আলীম হোসেন তার বড়লিয়ার ফার্নিচারের দোকান বন্ধ করে দুই ছেলে শুভ ও শান্তকে নিয়ে মোটরসাইকেলে তুলকাই গ্রামে বাড়ি ফিরছিলেন।

“বাড়ির পাশের সামনের সড়কে পৌঁছালে ছিনতাইকারীরা সড়কে দড়ি টানিয়ে তাদের মোটরসাইকেল অবরোধ করে। পরে আলীম হোসেন ও তার দুই ছেলেকে মারধর করে।”

আহতদের বরাতে মানিক বলেন, হামলাকারীরা তাদের শরীরে বিভিন্ন স্থানে জখম করে এবং শুভর হাত ভেঙে দেয়। আলীম হোসেনকে মেরে পানিতে ফেলে দেয়। আলীমের কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও শুভর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ঘটনাস্থল থেকে পুলিশ ছিনতাইকারীদের ব্যবহৃত শাবল, চাবুক, কাঠের ডাসা উদ্ধার করেছে বলেও মানিক জানান।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোয়েব জানান, গভীর রাতে সড়ক অবরোধ করে ছিনতাইয়ের চেষ্টাকালে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় আলীম হোসেন ছিনতাইকারীদের মারধরে পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। বুধবার সকালে আলীম হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।