বাংলাদেশে ১৫টি ঘোড়া উপহার ভারতের

বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2021, 12:40 PM
Updated : 27 Oct 2021, 12:40 PM

বেনাপোল আন্তর্জাতিক চেক পোস্ট ইমিগ্রেশন ওসি মোহাম্মদ রাজু বলেন, বুধবার সকালে বেনাপোল চেক পোস্টের শূন্যরেখায় ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।

ভারতের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবরওয়াল ঘোড়াগুলো হস্তান্তর করেন; বাংলাদেশের পক্ষে গ্রহণ করেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার।

এই সময় বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, ঘোড়াগুলো হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়েছে। এখন কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে সাভার সেনানিবাসে নিয়ে যাওয়া হবে।