চুল কিভাবে কাটতে হবে, নিয়ম জারি ইউপি চেয়ারম্যানের
ভোলা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2021 05:11 PM BdST Updated: 27 Oct 2021 05:23 PM BdST
-
-
নাজিম উদ্দিন হাওলাদার
সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটা নিয়ে আন্দোলনের মধ্যে ভোলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ‘সুন্নতি কাটিং ও আর্মি কাটিং’ ছাড়া অন্য কোনো স্টাইলে চুল কাটলে সেলুন মালিক ও কারিগরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছেন।
জেলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার সোমবার এই বিজ্ঞপ্তি দেন।
এর প্রতিবাদ করায় এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে।
চেয়ারম্যান বিজ্ঞপ্তি দেওয়ার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, “আমি স্থানীয় মুসলিমদের সঙ্গে কথা বলে ২৫ অক্টোবর নোটিশ জারি করেছি। তবে কতটুকু সঠিক করেছি বা ভুল করেছি আমি দ্বিধাদ্বন্দ্বে আছি।“
তবে ‘সুন্নতি কাটিং’ বা ‘আর্মি কাটিং’ কেমন হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
এক কিশোরকে মারধরের বিষয়ে তিনি বলেন, “আমার ছেলের সঙ্গে এলাকার এক কিশোরের বাগবিতণ্ডা হয়েছে। তবে আমি তা মিটমাট করে দিয়েছি।”
কিশোরকে মারধরের কথা তিনি অস্বীকার করেছেন।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোমান রাহুল বলেন, “ইউপি চেয়ারম্যান এ রকম নোটিশ জারি করতে পারেন না। এতে তিনি মানুষের রুচিশীলতা ও ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ণ করেছেন।”

নাজিম উদ্দিন হাওলাদার
গত ২৬ সেপ্টেম্বর সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ১৬ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে।
সে ঘটনায় আন্দোলনের মুখে ফারহানা ইয়াসমিন বাতেন তিনটি প্রশাসনিক পদত্যাগ করেছেন। ঘটনা তদন্তে গঠন করা হয় পাঁচ সদস্যের কমিটি। সিন্ডিকেট সভায় ফারহানাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে শিক্ষার্থীদের দাবি ফারহানার স্থায়ী অপসারণ।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সমঝোতা বৈঠকে ফারহানা ইয়াসিমন বাতেনের বিরুদ্ধে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আগামী ২৮ নভেম্বর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের আশ্বাস দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কর্তন: শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
১০ ঘণ্টা পর মুক্ত হলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-রেজিস্ট্রার-কর্মকর্তারা অবরুদ্ধ
-
আক্কেলপুর থানার ওসি পরোয়ানার ৬ মাসেও গ্রেপ্তার হননি
-
ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
স্কুলে পাঠদান: আশুলিয়ার সেই কলেজের অধ্যক্ষকে শোকজ
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার রগ কর্তনে গ্রেপ্তার ১
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন