মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁদ মিয়া (২৫) মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আশাদুল মিয়ার ছেলে।
আহত রিজো হোসেন একই গ্রামের মুসা করিমের ছেলে।
চাঁদের পরিবারের ওসি জানান, ফারসি নামের এক ব্যক্তি হচ্ছেন রেসিং খেলার লিডার। তার সঙ্গে দুপুরে চাঁদ মিয়া বাজি ধরেন। বাজির শর্তে বলা হয়- তিনটি মোটর সাইকেল নিয়ে মুজিবনগরে রেস দিতে হবে।
যে প্রথম মুজিবনগর গেটে পৌঁছাতে পারবে তাকে প্রথম পুরস্কার ৫শ টাকা এবং যে দ্বিতীয় হবে তাকে তিনশ টাকা দেওয়া হবে। তৃতীয় ব্যক্তি প্রথম ও দ্বিতীয় হওয়া ব্যক্তিকে পুরস্কারের টাকা দিবে।
তিনি বলেন, “এর প্রেক্ষিতে চাঁদসহ তিনটি মোটরসাইকেল মুজিবনগর কমপ্লেক্স বাউন্ডারির মধ্যে রেসিংয়ে অংশ নেয়। রেসিংয়ে চাঁদ মিয়া দ্রুত গতিতে মুজিবনগর স্মৃতিসৌধের প্রধান গেটের কাছে পৌঁছানোর পর গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মুজিবনগর গেটে সজোরে ধাক্কা দেয়। এতে চাঁন মিয়ার মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরে স্থানীয়রা চাঁদকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।