গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে নয় বছর আগে দুলাল শেখ হত্যা নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2021, 11:42 AM
Updated : 26 Oct 2021, 11:42 AM

মঙ্গলবার গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্য কান্দি গ্রামের মো. মান্নান শেখের ছেলে ফক্কার শেখ, মুছা শেখের ছেলে মো. মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের শঙ্কর সাহার ছেলে সুমন সাহা, একই গ্রামের মো. কাঞ্চন ফকিরের ছেলে মো. কাওছার ফকির ও শ্রীজিতপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে মো. আল আমিন মোল্লা।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা সবাই পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক পাঁজ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা দিয়েছেন বলে আসামি পক্ষের আইনজীবী মুন্সী মো. আতিয়ার রহমান জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালের ২ জুন রাতে আসামিরা দুলাল শেখকে কুপিয়ে হত্যা করে কুমার নদীতে ফেলে দেয়। পরের দিন তার লাশ উদ্ধার করে পুলিশ।

ওই দিনই নিহতের স্ত্রী সুলতানা বেগম পাঁচজনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ সব আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।