‘বিয়েতে অসম্মতি’: অ্যাসিড ঢেলে, পিটিয়ে হত্যা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যশোরে এক নারী শ্রমিককে অ্যাসিড ঢেলে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার এক সহকর্মীর বিরুদ্ধে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 06:03 PM
Updated : 25 Oct 2021, 06:03 PM

সোমবার দুপুরে যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী এই নারীর শামীম নামের এক সহকর্মীকে ধরে পুলিশে দিয়েছে।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, এক সন্তানের জননী স্বামী পরিত্যক্তা অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামের ২৮ বছর বয়সী এই নারী শিল্প শহর নওয়াপাড়ায় চামড়ার কারখানা এসএফ ইন্ডাট্রির শ্রমিক ছিলেন।

একই কারখানার রাজঘাট মাইলপোস্ট এলাকার মোশাররফ হোসেনের ছেলে শামীম তার সহকর্মী।

“শামীম দীর্ঘদিন থেকে এই নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন।”

ওসি বলেন, সোমবার দুপুরে মিল ছুটি হলে মেয়েটিকে রেজিস্ট্রি অফিসে নিয়ে বিয়ের জন্য জোরাজুরি করেন শামীম। তিনি রাজি না হওয়ায় শামীম কারখানার সামনে তার মাথায় অ্যাসিড ঢেলে দেন।

“অ্যাসিডে দগ্ধ হয়ে যখন তিনি ছটফট করছিলেন, তখন মাথায় লাঠি দিয়ে আঘাত করতে থাকেন শামীম।”

তখন আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টায় তিনি মারা যান।

নিহত এই নারীর দশ বছর বয়সী একটি মেয়ে আছে।

ওসি জানান, ঘটনার সময় ওই কারখানা অন্য শ্রমিকরা শামীমকে আটক করে পুলিশে দিয়েছে।