ফতুল্লায় স্টিল মিলে গলিত লোহায় ৫ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ সদরে একটি ইস্পাত কারখানায় গলিত লোহা ছিটকে গায়ের উপর পড়ে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 01:53 PM
Updated : 25 Oct 2021, 01:53 PM

সোমবার দুপুরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় সিএসআরএম স্টিল মিলে এই ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিক আব্দুল আলী (৩৫), বিল্লাল হোসেন (৩৫), সোহেল রানা (৪২), লিটন মিয়া (৪০) ও আরিফ হোসেনকে (২৭) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের শরীরের ১১ থেকে ৫২ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে মোহাম্মদ আরিফ হোসেনর অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে কাজ করার সময় গলিত লোহা ছিটকে শ্রমিকদের উপর পড়লে পাঁচ শ্রমিক দগ্ধ হন। তারা গুরুতর আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, ভাট্টির মধ্যে লোহা গলানো হয়। সেখানে অতিরিক্ত তাপের কারণে গলিত লোহা উপরের দিকে লাফিয়ে উঠে পাত্রের বাইরে এসে নিচে থাকা শ্রমিকদের উপর পড়ে।