দীঘিনালায় গুলিতে ‘আহত’ ইউপিডিএফ নেতা

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফর (প্রসিত) এক নেতা প্রতিপক্ষের গুলিতে ‘আহত’ হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2021, 05:20 PM
Updated : 24 Oct 2021, 05:20 PM

রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার দীঘিনালা ইউনিয়নের বাঘাইছড়িমুখ এলাকায় এই ঘটনা ঘটে।

দীপন জ্যোতি চাকমা (৪৫) নামের এই নেতা ইউপিডিএফের (প্রসিত) আঞ্চলিক সংগঠক এবং উপজেলার কবাখালি ইউনিয়নের হাচিনসনপুরের দীপঙ্কর চাকমার ছেলে।

স্থানীয় এক জনপ্রতিনিধি এই নেতার মৃত্যু হয়েছে বলে জানালেও পুলিশ কিংবা ইউপিডিএফ (প্রসিত) তা নিশ্চিত করেনি।

দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা বলেন, “ঘটনার পর প্রতিপক্ষ চলে গেলে গুলিবিদ্ধ দীপন জ্যোতিকে নিজ দলের লোকেরা নিয়ে গেছেন। আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের বিরোধের জের ধরে দীপন জ্যোতি প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন।”

এদিকে ইউপিডিএফ (প্রসিত) খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, “এলাকায় একটি সাংগঠনিক সভায় যোগ দিয়েছিলেন দীপন জ্যোতি চাকমা। সভায় অংশগ্রহণকারী সেজে এক সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি চালালে তিনি গুরুতর আহত হন।”

ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন অংগ্য মারমা।

অংগ্য মারমা আরও বলেন, “দীপন জ্যোতি প্রতিপক্ষের গুলিতে মারা যাননি; তবে আশংকাজনক অবস্থায় রয়েছেন।”

ঘটনার পর নিজ দলের লোকেরা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন বলে অংগ্য মারমার ভাষ্য।

এই বিষয়ে দীঘিনালা থানার ওসি একেএম পেয়ার আহমেদ বলেন, “ঘটনাস্থলে গিয়ে কারো মৃতদেহ পাওয়া যায়নি।”