ওবায়দুল কাদেরের স্বাক্ষর ‘জালে’ ভাইস চেয়ারম্যান কারাগারে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করার মামলায় দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2021, 04:19 PM
Updated : 24 Oct 2021, 04:19 PM

রোববার দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসমাইল হোসেন এই আদেশ দেন।

কারাগারে যাওয়া রবিউল ইসলাম সোহাগ দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

আদালতের পিপি মিন্টু কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর ৮ অক্টোবর রবিউল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে প্রেস বিজ্ঞপ্তি তৈরির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলাটি করা হয় বলে মিন্টু জানান।  

মামলার বরাতে তিনি আরও জানান, উপজেলা পরিষদ উপনির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রবিউল ইসলাম সোহাগ নিজেকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা দেন এবং নিজেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দাবি করেন। সেখানে তিনি ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করা একটি পত্র দেখান। 

পিপি মিন্টু কুমার পাল আরও জানান, পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত এই মামলায় জামিনে ছিলেন আসামি রবিউল ইসলাম।

“এখন প্রতিবেদন দাখিল হওয়ায় তিনি স্থায়ী জামিনের জন্য আজ আদেবন করলে আদালত আবেদন নাকচ করে কারাগারে পাঠনোর আদেশ দেয়।”