হেরোইন ও ইয়াবা রাখার দায়ে নারীর যাবজ্জীবন

গাইবান্ধায় একটি মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আরেক ব্যক্তির পাঁচ বছর কারাদণ্ড হয়েছে।

গাইবান্ধার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2021, 01:19 PM
Updated : 24 Oct 2021, 01:19 PM

রোববার গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডিত শাহানাজ বেগম রুমি সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্জিবাড়ি গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী ও পাঁচ বছর দণ্ডিত রুবেল মিয়া গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার গ্রামের মফিজল হকের ছেলে।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালের ২ এপ্রিল পৌর শহর থেকে ৮০ গ্রাম হিরোইন ও ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ এই দুই দণ্ডিতকে গাইবান্ধা শহরের শনি মন্দির রোড থেকে গ্রেপ্তার করা হয়।

রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।