ফরিদপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত

ফরিদপুরে ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 04:06 PM
Updated : 23 Oct 2021, 04:06 PM

জেলার সালথা থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, শনিবার বিকাল ৩টার দিকে যদুনন্দী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্লা ও টুকু ঠাকুরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ বাধে।

নিহত মারিজ শিকদার (৩২) ইউনিয়নের খারদিয়া গ্রামের সোহরাব শিকদারের ছেলে।

পুলিশ জানায়, দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ বাধে। এতে রফিক মোল্লার সমর্থক মারিজ আহত হন। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি আশিকুজ্জামান।

তিনি বলেন, দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।