হবিগঞ্জের লাখাইয়ে কালী প্রতিমা উল্টে ফেলা নিয়ে ‘উত্তেজনা’, সতর্ক পুলিশ

হবিগঞ্জের লাখাই উপজেলায় কালী মন্দিরে দুটি প্রতিমা উল্টে ফেলা নিয়ে ‘উত্তেজনা’ সৃষ্টির পর সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 05:17 AM
Updated : 23 Oct 2021, 05:18 AM

লাখাই থানার (ওসি) তদন্ত মো. মহিউদ্দিন সুমন জানান, শনিবার রাত ৯টার দিকে মোড়াকরি গ্রামের দাসপাড়া বিশ্বাস হাটির অস্থায়ী কালী মন্দিরে এ ঘটনা ঘটনার পর অপ্রীতিকর পরিস্থিতিতে এড়াতে সতর্ক রয়েছেন তারা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল মোল্লা জানান, বিশ্বাস হাটিতে কালী মন্দিরের ভেতরে দুটি কালি প্রতিমা কে বা কারা উল্টে ফেলে রাখে। পরে ঘটনাটি এলাকার হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় লোকজনদের নজরে এলে উত্তেজনা দেখা দেয়। পরে থানায় দেওয়া হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে; বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, “খবর পেয়ে আমি গিয়ে ঘটনাস্থল দেখে এসেছি। সেখানকার পরিস্থিতি ভাল রয়েছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।”

লাখাই পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণেশ গোস্বামী বলেন, বিশ্বাস হাটিতে একটি অস্থায়ী মন্দির রয়েছে। সেখানে দিপাবলীর কালি পূজা হয়। মন্দিরের ভেতরে দুইটি কালী প্রতিমা উল্টে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। তবে ভাঙচুর হয়নি।