শরণখোলায় উদ্ধার ৪০ কেজি ওজনের অজগর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2021, 09:07 AM
Updated : 22 Oct 2021, 09:07 AM

সুন্দরবনের শরণখোলা স্টেশন র্কমর্কতা মো. আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে বনবিভাগের সহায়তায় অজগরটি বনে অবমুক্ত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ভোলানদী সাঁতরে অজগর সাপটি শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান নেয়। শব্দ পেয়ে ঘরের লোকজন বাইরে বের হয়ে অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে।

পরে তারা স্থানীয় বনসুরক্ষা কমিটি ওয়াইল্ড টিম ও টাইগারটিমের সদস্যদের খবর দিলে তারা বন বিভাগের সহায়তায় অজগরটি উদ্ধার করে রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেন।

প্রায় ২০ ফুট লম্বা অজগরটির ওজন ৪০ কেজি বলে এ বন কর্মকর্তা জানান।

তিনি বলেন, এ নিয়ে গত এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

খুড়িয়াখালী গ্রামের জয়নাল মুন্সী জানান, গত ২০ বছরেও এত বড় অজগর তারা দেখেননি।

ওয়াইল্ড টিমের শরণখোলা উপজেলা সমন্বয়কারী আলম হাওলাদার বলেন, “সুন্দরবন থেকে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসে। তবে এসব অজগর মানুষের জন্য খুব ক্ষতির কারণ নয়। লোকালয়ে চলে আসা অজগরগুলো স্থানীয়দের সহায়তায় অক্ষত অবস্থায় বনে ফিরিয়ে দিতে চেষ্টা করি।”