ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলায় আরও ৩ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যুদ্ধাপরাধ মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2021, 07:32 AM
Updated : 22 Oct 2021, 07:32 AM

বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে প্রত্যেককে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ইটাউলিয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে মেনু মিয়া (৭৮), ফানুর গ্রামের আব্দুল হামিদ ফকির ওরফে ইমান আলীর ছেলে মো. আব্দুল মান্নান ওরফে মান্নান (৯২), সোহাগী চরপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে মো. আব্দুল হান্নান (৬৮)।

এর আগে বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জে আরও তিনজনকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করে পুলিশ, যাদের একজন মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পেয়ে আসছিলেন।

ওসি কাদের বলেন, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এক মামলায় ঈশ্বরগঞ্জ উপজেলার ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।