গাজীপুরে ইকবাল সিদ্দিকী কলেজে বিজ্ঞান মেলা

গাজীপুরে ইকবাল সিদ্দিকী কলেজ ও কচি-কাঁচা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান মেলায় ৩৯টি প্রকল্প নিয়ে অংশ নিয়েছেন ১৩৪জন শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2021, 04:29 PM
Updated : 21 Oct 2021, 04:29 PM

বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে ষষ্ঠবারের মত আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসএম রফিকুজ্জামান।

ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং সভাপতি আব্দুর রহমান প্রতিযোগিতা শেষে বিজয়য়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিজ্ঞান মেলায় এইচএসসি পরীক্ষার্থী কাইয়ুম খন্দকারের নেতৃত্বে ‘রেক্টিফায়ার’ দলের ‘অ্যাডভান্সড সিকিউরিটি সিস্টেম’ প্রজেক্টটি প্রথম, দশম শ্রেণির শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ আলিফের নেতৃত্বে ‘ভেনাস’ দলের ‘ইলেকট্রনিক হ্যান্ড স্যানিটাইজার’ প্রজেক্টটি দ্বিতীয় এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা জাহানের নেতৃত্বে ‘কে ফোর্স’ দলের ‘ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ প্রজেক্টটি তৃতীয় স্থান পায়।

এছাড়া দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল নাঈমের নেতৃত্বে ‘ফোটন’ দলের ‘অটোমেটিক লেভেল ক্রসিং’ দশম শ্রেণির শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে ‘আজহার’ গ্রুপের ‘কার্বন ফ্রি সিটি উইথ রিনিউএবেল এনার্জি রিসোর্সেস’ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাতুল হাসানের এর নেতৃত্বে ‘রোবট’ দলের ‘লাইন ফলোয়ার রোবটিক্স’ প্রজেক্ট বিশেষ পুরস্কার পায়।