তিস্তা বিপৎসীমার ওপরে, নীলফামারীর ৮ ইউনিয়নে পানি

ভারতের বন্যার কারণে তিস্তা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়ায় নীলফামারীর আট ইউনিয়নে পানি ঢুকেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2021, 06:26 AM
Updated : 20 Oct 2021, 06:26 AM

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আশফা-উদ-দৌলা জানান, মঙ্গলবার রাত থেকে আকস্মিক পানি বৃদ্ধি মোকাবিলায় এসব জলকপাট খুলে দেওয়া হয়।

এতে জেলার ‘ডিমলা ও জলঢাকা উপজেলার আট ইউনিয়নের কয়েকটি চরগ্রাম প্লাবিত হয়েছে’ জানিয়ে তিনি বলেন, ব্যারেজ রক্ষার্থে যেকোনো সময় খুলে দেওয়া হতে পারে ব্যারেজ সংলগ্ন ফ্ল্যাড বাইপাসও। তাতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

বিপদ মোকাবিলার জন্য ব্যারেজের ভাটি এলাকায় মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে পানি উন্নয়ন বোর্ড।

প্রকৌশলী আশফা-উদ-দৌলা বলেন, ভারতের বন্যার প্রভাবে তিস্তায় পানি বেড়েছে। বুধবার সকাল ৬টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা বিপৎসীমার ৫০ সেন্টিমিটার এবং সকাল ৯টায় বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।