গোপালগঞ্জে দুর্ঘটনায় ৩ মৎস্য ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে নছিমন ও পিকআপের সংঘর্ষে তিন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2021, 12:53 PM
Updated : 19 Oct 2021, 12:53 PM

মঙ্গলবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আতিয়ার মোল্লার ছেলে জোবায়ের মোল্লা (২৬), আক্কাস মোল্লার ছেলে লিমন মোল্লা (৩০) ও রমেশ মিত্রের ছেলে মঙ্গল মিত্র (৩০)।

তারা পুকুর থেকে মাছ কিনে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম মোহাম্মদ তোফাজ্জেল হক বলেন, ওই তিন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে একটি পুকুর থেকে মাছ ধরে নছিমনে করে বিক্রির জন্য চন্দ্রদিঘলিয়া হাটে নিয়ে যাচ্ছিলেন।

“তাদের নছিমন গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির পিকআপের সাথে সংঘর্ষ হয়।”

তিনি জানান, ঘটনাস্থলে মঙ্গল মিত্র মার যান। পিকআপটি প্রায় আধা কিলোমিটার দূরে পুলিশ মোড়ে জোবায়েরকে টেনে নিয়ে যায়। তখন জোবায়ের মুত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর লিমন মারা যান। 

পরিদর্শক নাঈম জানান, নছিমন চালক সাদ্দাম সামন্য আহত হয়েছেন। পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। সেটিকে চালকসহ আটকের জন্য অভিযান শুরু হয়েছে।