রংপুরে হিন্দুপাড়ায় হামলা: আটক ৪২

রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে ৪২ জনকে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2021, 10:36 AM
Updated : 19 Oct 2021, 10:55 AM

পীরগঞ্জ থানার ওসি সরেসচন্দ্র জানান, দুটি মামলাই করেছেন পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন। একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের অভিযোগে।

এ মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

অপর মামলাটি হয়েছে তথ্যপ্রযুক্তি আইনে। এ মামলায় ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগে আটক ১৫ বছরের কিশোরকে আসামি দেখানো হয়েছে, যাকে আগেই আটক করেছে পুলিশ।

সোমবার রাতে জয়পুরহাট থেকে আটক করা হয় তাকে।

ওসি সরেসচন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান। আর তথ্যপ্রযুক্তি আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন।

ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রোববার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নে হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়। হামলার সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাট হয় বলে অভিযোগ রয়েছে।

জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।