বৈরী আবহাওয়া, মোংলায় জাহাজে পণ্য ওঠানামা বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে বিদেশি জাহাজে পণ্য ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2021, 10:29 AM
Updated : 19 Oct 2021, 10:29 AM

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, বন্দরে এখন ২০টি বিদেশি জাহাজ রয়েছে। আবহাওয়া খারাপ হওয়ায় সেগুলোতে পণ্য ওঠানামা করছে না। আবহাওয়া ভাল হলে পুনরায় শুরু হবে।

এতে বন্দর ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন মেসার্স নূরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলাল।

তিনি বলেন, পণ্য খালাশ করে নির্দিষ্ট সময়ে বিদেশি জাহাজ বন্দর ত্যাগ করতে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন জাহাজ মালিকরা। ইতোমধ্যেই ক্ষতির মুখে পড়েছে শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। কাজ বন্ধ থাকায় শ্রমিকদের জাহাজে বসিয়ে বসিয়ে মজুরি দিতে হচ্ছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান জাহাজ থেকে শ্রমিক-কর্মচারীদের নামিয়ে আনায় তারা বেকার হয়ে পড়েছেন।

তবে জেটিতে কাজ চলছে বলে জানিয়েছেন হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন।