ভ্যানের পেছনের অংশ আলাদা হয়ে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

ফেনীতে পল্লী বিদ্যুতের খাম্বাবাহী একটি ভ্যানের পেছনের অংশ আলাদা হয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর ওই বাইকের আরোহী এক মাদ্রাসা শিক্ষকের প্রাণ গেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2021, 03:37 AM
Updated : 19 Oct 2021, 04:44 AM

নিহত সহিদ উদ্দিন পিয়াস (৩২) ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের আবুপুর গ্রামের মাইন উদ্দিন বেলু মেম্বারের ছেলে। তিনি সদর উপজেলার দেবীপুর সোলতানিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।

সোমবার রাতে ফেনী শহরতলীর দেওয়ানগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে তিনি দুর্ঘটনায় পড়েন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির উদ্দিন বলেন, পিয়াস মোটরসাইকেলে করে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। দেওয়ানগঞ্জ এলাকায় তার সামনে থাকা একটি ভ্যানের পেছনের অংশ আলাদা হয়ে যায়। 

“ওই ভ্যানটি পল্লী বিদ্যুতের খাম্বা বহন করছিল। ভ্যানের পেছনের অংশ আলাদা হয়ে পিয়াসের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেলটি সড়কের বাইরে ছিটকে পড়ে।”

সহিদ উদ্দিন পিয়াস

স্থানীয়রা পিায়াসকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পরিদর্শক মনির।

তিনি বলেন, দুর্ঘটনার পর ওই ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।