রংপুরে জেলেপল্লীতে আগুন: সেই তরুণ আটক

যার ফেইসবুকে কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে জেলেপল্লীর বাড়িঘর পোড়ানো হয় সেই তরুণকে আটক করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2021, 05:26 PM
Updated : 18 Oct 2021, 05:26 PM

সোমবার জয়পুরহাট থেকে তাকে ধরা হয় বলে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন।

তবে এই তরুণকে আটকের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।  

ফেইসবুকে এক হিন্দু তরুণ ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট দিয়েছেন অভিযোগ তুলে রোববার রাতে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় জেলেপল্লীতে উত্তেজনা ছড়ানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নিয়ে বাড়িটি রক্ষা করলেও পল্লীর অপর বাড়িঘরে আগুন দেয় হামলাকারীরা।

পীরগঞ্জ, মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায়। ভোর ৪টা ১০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।

এরমধ্যেই ২৯টি বসতঘর, দুটি রান্নাঘর, দুটি গোয়াল ঘর এবং ২০টি খড়ের গাদা আগুনে পুড়ে গেছে।

দুর্গাপূজা চলাকালে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে সহিংসতা শুরুর পর গত কয়েকদিনে তা ছড়িয়েছিল চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে। রোববার এর রেশ ছড়ায় রংপুরেও।

পীরগঞ্জের জেলেপল্লীতে লাগা আগুনের কয়েকটি ভিডিও রোববার মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে অন্ধকারের মধ্যে গ্রাম থেকে লাল আগুনের লেলিহান শিখা দেখা যায়। এ সময় পুলিশ হামলাকারীদের বাধা দেওয়ারও চেষ্টা করে।

পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘাতের কিছু ভিডিওচিত্রও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: