সুনামগঞ্জে জলমহাল দখলের সংঘর্ষে একজন নিহত

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখল নিয়ে দুদল এলাকাবাসীর সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2021, 01:15 PM
Updated : 18 Oct 2021, 01:15 PM

সোমবার বিকালে উপজেলার ভাটিপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত রুহেদ মিয়া (৪৫) ভাটিপাড়া গ্রামের আব্দুস শহিদের ছেলে।

ভাটিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান কাজী বলেন, ভাটিপাড়া গ্রামের পার্শ্ববর্তী উদীর বিল জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে কাজল নুর ও শাহ আলম দীপ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

“সকালে একটি পক্ষের লোকজন ‘কাটিবাঁধ’ দিতে গেলে অপর পক্ষের লোকজন বাধা দেয়। এতে সংঘর্ষ বাধে।”

তিনি জানান, উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. আবু সুফিয়ান বলেন, দিরাই উপজেলার মেঘনা-বারঘর গ্রুপ জলমহাল অংশের উদীর  বিল জলমহাল দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। স্থানীয় প্রশাসন ও ইজারাদারদের নিয়ে এ বিষয়ে আলাপ আলোচনা করে উভয় পক্ষকে শান্ত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

“কিন্তু এর মধ্যেই আজ বিকালে তারা সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।