কিশোরগঞ্জে বাচ্চু মিয়া হত্যায় একজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2021, 12:35 PM
Updated : 18 Oct 2021, 12:35 PM

সোমবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নার্গিস ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত জসীম উদ্দিন (৩৫) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ে আসামি জসীম উদ্দিনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাখাল চন্দ্র দে বলেন, সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের মনাকষা গ্রামের বাচ্চু মিয়া ও জসীম উদ্দিন প্রতিবেশী হওয়ায় বাড়ির পাশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত তাদের মধ্যে বিরোধ ছিল।

“সেই বিরোধের জেরে ২০০৮ সালে ১৫ সেপ্টেম্বর বিকালে মনাকষা গ্রামে বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।”

এই ঘটনায় বাচ্চু মিয়ার ভাই হারুন অর রশিদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পাঁচ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

রায়ে অপর চার আসামিকে খালাস দেওয়া হয়।