ময়মনসিংহে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, ৬ জনের প্রাণহানি

ময়মনসিংহের ত্রিশালে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2021, 10:21 AM
Updated : 16 Oct 2021, 11:59 AM

ত্রিশাল থানার ওসি মাঈনউদ্দিন জানান, উপজেলার চেলেরঘাটে শনিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), ছেলে আব্দুল্লাহ (৬), মেয়ে আজমিনা (৯) ও ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)।

নিহত অপরজনের পরিচয় শানাক্ত করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, ঢাকা থেকে শেরপুরগামী বালুর ড্রাম বোঝাই একটি ট্রাক বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।    

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। এ সময় প্রায় ঢাকা-ময়মনসিংহ মহসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানান মাঈনউদ্দিন।

তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে বাহন দুটির চালক পলাতক রয়েছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্ত করার কাজ চলছে।