এ ঘটনায় গুরুতর আহত আরেক পরীক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার বিকালে তাদের থানায় অজ্ঞাতপরিচয় সহস্রাধিক আসামির বিরুদ্ধে এসব মামলা নথিভুক্ত করা হয়েছে।
ফাইল ছবি
পুলিশ এখনও আটককৃতদের নাম-পরিচয় বলেনি।
বুধবার সন্ধ্যায় একদল লোক মিছিল নিয়ে এসে পেকুয়া ইউনিয়নের বিশ্বাসপাড়ার পূজামণ্ডপে হামলা ও ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় আশপাশের হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বসতবাড়িতে ভাংচুর চালায়।