ফেরি চালু হয়নি শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল আরও সাত দিনের জন্য স্থগিত করেছে বিআইডব্লিউটিসি।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2021, 01:02 PM
Updated : 14 Oct 2021, 01:02 PM

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ফেরি কুঞ্জলতা পরীক্ষামূলক চালানো পর স্রোতের গতিবৃদ্ধির  কারণে নিয়মিত ফেরি চালানো যাবে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান।

তিনি বলেন, “পরীক্ষামূলক চালানো ফেরিটি যানবাহনসহ নিরাপদে ঘুরে আসলেও স্রোতের গতি হ্রাস না পাওয়ায় নিয়মিত ফেরি চালু করা যাচ্ছে  না। তবে সাত দিন পরে আবার চালুর চেষ্টা করা হবে।”

গত জুলাই ও অগাস্টে পদ্মা সেতুর পিয়ারে পাঁচবার ফেরির ধাক্কা লাগে। এ কারণে ফেরি বন্ধ করে দেওয়া হয় এই নৌপথে।  ৪৮ দিন পর ফের গত ৪ অক্টোবর থেকে পাঁচটি মাঝারি ফেরি দিয়ে দিনের বেলায় যান পারাপার শুরু করা হয়। কিন্তু সোমবার আবার বন্ধ করে দেওয়া হয় স্রোতের কারণে। বৃহস্পতিবার আবার চালুর চেষ্টা হয়। সাত দিন পরে আবার চালুর চেষ্টা করা হবে বলে জানান বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান।