বাসচাপায় বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান । 

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2021, 05:41 AM
Updated : 14 Oct 2021, 05:41 AM

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ি এলাকার ঢাকা-পিরোজপুর মহাসড়কে বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নাজিরপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান জানান।

নিহত কাজী মসিউর রহমান (৩৪) গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি পিরোজপুর শহরের শেখপাড়া এলাকার কাজী মজিবর রহমানের ছেলে।

আহতরা হলেন- তার স্ত্রী শিফাত আরা মৌ ও ছেলে কাজী মন্ময় (৭)। তারা খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের আত্মীয় পপি বলেন, স্ত্রী এবং ছেলেকে নিয়ে ভ্যানে করে গোপালগঞ্জ যাচ্ছিলেন মসিউর। পথে ইমাদ পরিবহনের একটি বাস তাদের ভ্যানকে চাপা দিলে তিনজনই আহত হন।

“পরে মসিউরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথম পিরোজপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মসিউরকে মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

মসিউরের লাশ বুধবার রাত ১০টার পর তার নিজ বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান জানান।