পেট্রোলের আগুনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

যশোর শহরের পেট্রোলের আগুনে দগ্ধ এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2021, 10:34 AM
Updated : 13 Oct 2021, 10:34 AM

নিহত শিরিন আক্তার (২৬) শহরের আরবপুরের জুয়েল সরদারের স্ত্রী এবং ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

শিরিনের বাবা ও ভাইয়ের দাবি, পেট্রোল ঢেলে শিরিনের শরীরে আগুন ধরিয়ে তাকে হত্যা করেছে স্বামী।

অপরদিকে শিরিন আত্মহত্যা করেছেন বলে শাশুড়ির দাবি।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, মঙ্গলবার দুপুরের দিকে শিরিনের শ্বশুর বাড়ি যশোরের আরবপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। এরপর থেকে শিরিনের স্বামী  জুয়েল পলাতক রয়েছেন।

শিরিনের ভাই সোহেল রানা বলেন, জুয়েল সরদারের প্রথম স্ত্রীর এক সন্তান রেখে মারা যান। এরপর আড়াই বছর আগে ফুফাতো বোন শিরিনের সঙ্গে জুয়েলের বিয়ে হয়।

বিয়ের কিছু দিন পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয়। এক পর্যায়ে মঙ্গলবার শিরিনার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় জুয়েল।”

এ সময় প্রতিবেশীরা শিরিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।পরে খুলনা মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে শিরিনের মৃত্যু হয়।

শিরিনের এক বছর সাত মাস বয়সের একটি ছেলে রয়েছে বলে জানান তার ভাই।

এ বিষয়ে জানতে চাইলে শিরিনের শাশুড়ি আমেনা বেগম বলেন, ঘরে থাকা মোটরসাইকেলের পেট্রোল গায়ে ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন শিরিন।

ওসি বলেন, পাল্টাপাল্টি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা হবে।