বাবাকে লাথি মেরে লাঞ্ছিত: গ্রেপ্তার ছেলে

পাবনার চাটমোহরে বাবাকে লাথি মেরে লাঞ্ছিত করার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2021, 08:43 AM
Updated : 13 Oct 2021, 08:43 AM

চাটমোহর থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে উপজেলার পাঁর্শডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের বাড়ি থেকে মো. মজনুর রহমানকে গ্রেপ্তার করেন তারা।

মজনুর চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, মজনুরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার বাবার বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে মজনুর তার বাবার কর্মস্থল মহেলা ডাকঘরে যান। পরে ডাকঘরে ঢুকে বাবাকে গালিগালাজ শুরু করেন তিনি।

“এক পর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি বাবার কাছ থেকে ছিনিয়ে নেন। পরে মজনুর মোটরসাইকেলে উঠতে গেলে তার বাবা বাধা দেন।

“এ সময় মজনুর তার বাবাকে লাথি মারেন এবং বাবার সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন গিয়ে মজনুরকে সেখান থেকে সরিয়ে দেন।”

এদিকে এ ঘটনার পর মজনুরের বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি এ ঘটনায় চাটমোহর থানায় ছেলের বিরুদ্ধে মামলা করলে মজনুরকে গ্রেপ্তার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক।”