বান্দরবানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

বান্দরবানে লামায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2021, 09:21 AM
Updated : 12 Oct 2021, 09:21 AM

উপজেলার ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মঙ্গলবার সকালে তার ইউনিয়ন পরিষদ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- ফাইতং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঙ্গালি পাড়ার বাসিন্দা মোহাম্মদ এনাম (৫০) ও মো শহিদুল ইসলাম (২২) ।

তিনি বলেন, “বন্যহাতির আক্রমণ থেকে সবজির ক্ষেত ও ফসল রক্ষা করতে সোমবার রাতে গাছের উপর বানানো একটি টংঘরে ঘুমাচ্ছিলেন এনাম ও শহিদুল। এ সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

সকালে তারা বাড়িতে ফিরে না আসায় তাদের টংঘরে খুঁজতে যায় স্থানীয়রা। পরে সেখানে তাদের লাশ পড়ে থাকতে দেখা যায়।”

খবর পেয়ে তারা ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান লামা থানা ওসি আলমগীর হোসেন।

এদিকে লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, একই সময়ে আরেকটি বজ্রপাতের ঘটনায় তার ইউনিয়নে মেরা খোলা এলাকায় বাসু কুমার দে নামের এক ব্যক্তির তিনটি গরু ও আব্দুর রহিমের একটি গরু মারা যায়।