চাঁদপুরে ১ কোটি ২০ লাখ মিটার কারেন্ট জালসহ ৪ জেলে আটক

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর নৌ-সীমানা থেকে চার জেলেকে কারেন্ট জালসহ আটক করেছে নৌ-পুলিশ। 

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2021, 08:20 AM
Updated : 12 Oct 2021, 08:20 AM

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে এ অভিযান চালানো হয় বলে চাঁদপুর নৌ-থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষায় চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আটক জেলেরা হলেন-চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের আনোয়ার হোসেন বেপারী (৩২), জমির বেপারী (৩০), জমির হোসেন (১৫) ও নবীর হোসেন বেপারী (৩৫)।

ওসি বলেন, মা-ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ও তার আশপাশের পদ্মা ও মেঘনা নদীর বেশকিছু এলাকায় নৌ-পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানকারী দল দেখে জেলেরা জাল ও নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে।

“এ সময় এক কোটি ২০ লাখ মিটার কারেন্ট জালসহ চার জেলেকে আটক করা হয়।”

আটক জেলেদের বিরুদ্ধে চাঁদপুর নৌ-থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান

এ পুলিশ কর্মকর্তা।