ফেনীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

ফেনীর ফুলগাজীতে অস্ত্র ও গুলিসহ এক ‘সন্ত্রাসীকে’ আটক করার কথা জানিয়েছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2021, 03:16 AM
Updated : 12 Oct 2021, 03:16 AM

গ্রেপ্তার জহিরুল আলম রাজু ফেনী জেলার ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর গ্রামের আজম চৌধুরীর ছেলে।

সোমবার রাতে ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়ক থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদ জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ র‌্যাব সদস্যরা সোমবার রাতে দৌলতপুর এলাকায় অভিযান চালায়।

“দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের পিছনের সড়কে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।”

এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর থেকে সাতটি চাপাতি ও নয়টি চাকু উদ্ধার করার কথা জানান র‌্যাব কর্মকর্তা জুনায়েদ জাহেদ।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে, দীর্ঘদিন ধরে সে মাদক, অবৈধ অস্ত্রের ব্যবসা এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত রয়েছে।”

রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে ফুলগাজী থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে র‌্যাব।