মেহেরপুরে হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন

মেহেরপুরে হেরোইন রাখার দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2021, 11:12 AM
Updated : 11 Oct 2021, 11:12 AM

মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস সোমবার এ রায় ঘোষণা করেন।

তাছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত ইউনুস আলী মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের ইসাহক মল্লিকের ছেলে।

আদালতের অতিরিক্ত পিপি কাজি শহীদ মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ২৪ মার্চ র‌্যাব ইউনুস আলীর বাড়িতে অভিযান চালায়। তার ঘর তল্লাশি করে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাকে আটক করে র‌্যাব। এ ঘটনায় ওই দিনই র‌্যাব গাংনী থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন গাংনী থানার এসআই টিপু সুলতান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার ১৪ জনের সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ইউনুস আলীকে দোষী সাব্যস্ত করে এই রায় দেয় বলে জানান পিপি।

আসামিপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, তারা এ রায়ে সন্তুষ্ট নন। তারা উচ্চ আদালতে আপিল করবেন।