ইলিশ রক্ষা অভিযান: চাঁদপুরে ১২০ কেজি ইলিশসহ ৪০ জেলে আটক

চাঁদপুরে নৌ-সীমানা থেকে ১২০ কেজি ইলিশসহ ৪০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।  

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2021, 07:08 AM
Updated : 11 Oct 2021, 07:14 AM

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে এ অভিযান চালানো হয়।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষায় চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জমান জানান, তার নেতৃত্বে ছয়টি দল অভিযান জেলা সদরের রাজরাজেশ্বর ও তার আশপাশের পদ্মা ও মেঘনা নদীর বেশকিছু এলাকায় সাঁড়াশি অভিযান চালায়।

“এ সময় জাল ও নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ৪০ জেলেকে আটক এবং য় তাদের কাছ ২৫টি নৌকা, প্রায় ৩২ লাখ মিটার জাল এবং ১২০ কেজি ইলিশ জব্দ করা করে হয়।”

জব্দ করা নৌকা নদীতে ডুবিয়ে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানান এ নৌ-পুলিশ কর্মকর্তা।