কালাই পৌরসভার নামে চাঁদা আদায়ের অভিযোগে আটক ২

জয়পুরহাটের কালাই পৌরসভার নামে চাঁদা আদায়ের ভুয়া রশিদ ছাপিয়ে যানবাহনের চালকদের কাছ চাঁদা আদায় করার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2021, 04:58 AM
Updated : 12 Oct 2021, 04:39 AM

রোববার রাতে জয়পুরহাট-ঢাকা মহাসড়কে কালাই পৌরসভা এলাকার পাঁচশিরা বাজার থেকে ওই দুই যুবককে আটক করা হয় বলে কালাই থানার ওসি সেলিম মালিক জানান।

আটককরা হলেন- কালাই পৌর শহরের কাজীপাড়া এলাকার আশরাফ আলী সরদারের ছেলে সাজু মিয়া (২১) ও দুরুঞ্জ মহল্লার আব্দুস সামাদের ছেলে সাজ্জাদুর রহমান (২০)।

ওসি বলেন, সাজু ও সাজ্জাদুর গত রোববার রাতে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে পৌরসভার পাঁচশিরা বাজার এলাকায় কালাই পৌরসভার নামে বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদার টাকা আদায় করছিলেন। খবর পেয়ে সেখানে গিয়ে চাঁদার টাকা আদায় করাকালীন সময়ে হাতেনাতে তাদেরকে আটক করে পুলিশ।

“এ সময় তাদের কাছ থেকে থেকে কালাই পৌরসভার নামে ভূয়া চাঁদা আদায়ের রশিদ বইও উদ্ধার করা হয়।”

পরে কালাই পৌরসভার নামে চাঁদা আদায়ের অভিযোগে পৌর মেয়র রাবেয়া সুলতানা বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা বলেন, তার পৌরসভার নামে কোথাও কোন ধরনের চাঁদা আদায় করা হয় না। অথচ ওই দুই যুবক কালাই পৌরসভার নামে ভূয়া চাঁদা আদায়ের রশিদ ছাপিয়ে যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদাবাজি করছিল।