প্রতিদ্বন্দ্বিতা ছাড়া রামগড়ে মেয়র হচ্ছেন আ. লীগের কামাল

খাগড়াছড়ির রামগড় পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আওয়ামী লীগ মনোনিত রফিকুল আলম কামাল।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2021, 07:07 PM
Updated : 10 Oct 2021, 07:07 PM

রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকল না।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, বাছাইয়ের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণার সুযোগ নেই। তবে মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডেও শামীম মাহমুদ একমাত্র প্রার্থী বলে তিনি জানান।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিপুল উৎসাহ উদ্দীপনায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বেলা ১২টায় আওয়ামী লীগ মনোনীত রফিকুল আলম কামাল বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান।

মনোনয়নপত্র গ্রহণ করেন রামগড় পৌরসভার রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর, ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু। ভোট গ্রহণ হবে ২ নভেম্বর।