পুলিশ জানায়, তিনটি এনজিওর সাহায্যে ফেরত আসাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যাওয়া হবে।
সোমবার সকাল ৯টা থেকে আগামী শনিবার (১৬ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চলবে না বলে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান।
তিনি বলেন, দুই দেশের আমদানি-রপ্তানিকারকদের সংগঠন ও ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্ত মোতাবেক দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাংলবান্ধা ও ভারতের ফুলবাড়ি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
১৭ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে বলে জানান তিনি।