খুলনায় বিস্ফোরক মামলায় মামুনুল হকের জামিন নামঞ্জুর 

বিস্ফোরক আইনের একটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নাকচ করেছে খুলনার একটি আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2021, 02:33 PM
Updated : 10 Oct 2021, 02:33 PM

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ জানান, রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানিএই আদেশ দেন।

আগামী ২২ নভেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার বিকাল ৪টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে তাকে খুলনা জেলা কারাগারে আনা হয়।

অ্যাডভোকেট পলাশ জানান, ২০১৩ সালে খুলনা নগরীর পাওয়ার হাউজ মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পুলিশের ওপরে হামলা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন ২০১৫ সালের ২১ এপ্রিল মামুনুল হকসহ মোট ১০৭ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।