আলুর বস্তায় মিলল ২৫ কেজি গাঁজা, আটক ২

রংপুরে আলুর বস্তাবোঝাই পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2021, 10:04 AM
Updated : 10 Oct 2021, 10:04 AM

রোববার সকাল ৮টার দিকে উপজেলার হলদিবাড়ি সড়ক থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয় বলে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান।

আটকরা হলেন- বরিশালের দেলোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮) ও পটুয়াখালীর আব্দুল মতিনের ছেলে সোহেল মিয়া (২৬)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ওসি বলেন, গোপন খবরের ভিত্তিতে সকালে কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কের হলদিবাড়ি এলাকায় পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।

“এ সময় কুড়িগ্রাম থেকে আসা আলুবোঝাই একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে তা থামানো হয়। পরে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে আলুর বস্তায় ভেতরে থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়।”

এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে ওই পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগীকে আটক করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

রংপুর জেলার সহকারী রংপুর জেলার পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ বলেন, এই চক্রটি পরিবহন শ্রমিকের আড়ালে মাদকদ্রব্য সরবরাহ করে থাকে বলে তারা ধারণা করছেন।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।