জয়পুরহাটে শিশুকে ‘চুরির অপবাদে বেঁধে নির্যাতন’, আটক ২

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চুরির অপবাদে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2021, 04:42 AM
Updated : 10 Oct 2021, 06:46 AM

শনিবার বিকালে উপজেলার ধনতলা বাজারে নয় বছর বয়সী মেয়েটিকে নির্যাতন করা হয় বলে ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্র নাথ মণ্ডল জানান।

আটকরা হলেন- ওই এলাকার আবু বক্করের স্ত্রী বেলি বেগম ও সরাফত হোসেন ওরফে ফুসার স্ত্রী রহিমা খাতুন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, শনিবার বিকালে বেলি ও রহিমা ওই মেয়েটিকে বাড়ি ডেকে এনে আনেন। পরে ধনতলা ওই বাজারের পাশে একটি গাছে দড়ি দিয়ে বেঁধে তাকে এক ঘণ্টা ধরে মারধর করেন।

“এ সময় স্থানীয়রা মারধররের কারণ জানতে চাইলে বেলি জানান যে, মেয়েটি তার বাড়ি থেকে ২’শ টাকা চুরি করেছে। এ সময় গাছে বাঁধা অবস্থায় শিশুটি টাকা চুরির কথা অস্বীকার করে কাঁদতে থাকে। এ সময় ঘটনাটি কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়।”

খবর পেয়ে রাতেই পুলিশ বেলি ও রহিমাকে আটক করে। টাকা চুরির বিষয়ে তারা কোন প্রমাণ দিতে পারেন নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি বলেন, শিশুটির বাবা হত দরিদ্র ও আংশিক বুদ্ধি প্রতিবন্ধী। তার মা সংসার ছেড়ে চলে গেছে।সেই থেকে শিশুটি ও তার ছোট বোন দাদা-দাদির কাছে বড় হয়েছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, ঘটনাটি তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।