বসতঘরে ২৬ বাচ্চাসহ গোখরা, পিটিয়ে মারল এলাকাবাসী

বরগুনায় একটি বাড়ি থেকে মা গোখরাসাহ ২৬টি বাচ্চা উদ্ধারের পর মেরে ফেলেছে স্থানীয়রা। 

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2021, 03:59 PM
Updated : 9 Oct 2021, 03:59 PM

শনিবার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পূর্ব ঢলুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এই গ্রামের কামাল হোসেনের বসতঘর থেকে একটি পূর্ণবয়স্ক গোখরা, ২৬টি ছানা ও ২৭টি ডিম উদ্ধার করেন স্থানীয় এক সাপুড়ে। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম সাপটির ছবি দেখে এটি গোখরা বলে নিশ্চিত করেছেন।  

কামাল হোসেন জানিয়েছেন, সকালে তিনি বসত ঘরের ভিতরে একটি গর্ত দেখতে পান। গর্তের মুখে সাপের খোলস দেখে তার সন্দেহ হলে তিনি মালেক নামে স্থানীয় এক সাপুরেকে ডেকে আনেন।

“শনিবার দুপুরে গর্ত থেকে একটি মা গোখরাসহ ২৬টি বাচ্চা ও ২৭টি ডিম উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা গোখরাসহ সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। সেইসাথে ডিমগুলো ভেঙে ফেলে।”

সাপুরে মালেক জানিয়েছেন, উদ্ধার হওয়া মা সাপটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা। ২৬টি বাচ্চা ছাড়াও ডিমগুলোর মধ্যে বাচ্চা জন্মেছিল। দুই-তিন দিনের মধ্যেই ডিমগুলো থেকে বাচ্চা হতো।

তিনি বলেন, এটি ‘গোখরা’ হলেও স্থানীয়ভাবে ‘জাতি সাপ’ বলা হয়। এই সাপের একবারের দংশনে যে পরিমাণ বিষ বের হয় তাতে দশ জনের মৃত্যু হতে পারে।

ঢলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা খাতুন বলেন, সাপটি ‘গোখরা’ প্রজাতির। স্থানীয়ভাবে এটিকে ‘জাতি সাপ’ বলা হয়। এ সাপ মাটির নিচে ডিম পাড়ে এবং মা সাপটি ডিমের আশপাশে অবস্থান করে।