চাঁদপুরে ২১ জেলে আটক

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার দায়ে ২৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2021, 08:43 AM
Updated : 9 Oct 2021, 08:43 AM

শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয় বলে চাঁদপুর নৌ থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জা্নান।

এ সময় ৫৫ লাখ মিটার কারেন্ট জাল, ৪টি মাছ ধরার নৌকা ও দুই মণ ইলিশ জব্দ করা হয়েছে।

ফাইল ছবি

আটক জেলেরা হলেন- মো. ওসমান গণি, মো. সুজন, মো. ফাহিম, মো. কালু মিয়া, আ. কুদ্দুস আলী, মো. ইসমাইল, মো. ইউসুফ প্রধানিয়া, মো. মকবুল হোসেন প্রধানিয়া, মো. ফয়সাল প্রধানিয়া, মো. রাসেল প্রধানিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. এনামুল মোল্লা, মো. কুদ্দুস আলী সরদার, মো. আইমুর আলী, ইয়াকুব গাজী, মো. এমরান দর্জি, মো. রমেছ আলী, মো. গোলাম হোসেন, মো. ফারুক ও মো. সিদ্দিক আলী।

ওসি বলেন, শুক্রবার মধ্যরাত থেকে লগ্নিমারা, রাজরাজেশ্বর, আমিরাবাদ, লালপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এ সময় মাছ ধরা অবস্থায় তিনটি নৌকা থেকে ২৫ জেলেকে আটক করা হয়। তাছাড়া পুলিশ দেখে পালিয়ে যাওয়া আর একটি নৌকা এসময় জব্দ করা হয়।

নৌকা ও নদীর বিভিন্ন স্থানে পেতে রাখা ৫৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আটক জেলেদের বিরুদ্ধে নৌ পুলিশ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় নিয়মতি মামলা দায়ের করা হয়েছে।

নিষেধাজ্ঞার সময়কালে কোন অবস্থাতে যেন জেলেরা নদীতে নামতে না পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।