বিমানবন্দর স্টেশনে বিদেশি মুদ্রাসহ যুবক গ্রেপ্তার

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিপুল বিদেশি মুদ্রাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2021, 03:11 PM
Updated : 8 Oct 2021, 03:11 PM

শুক্রবার দুপুরে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রেলওয়ে (কমলাপুর) থানার ওসি মোহাম্মদ মাজহারুল হক জানান।

গ্রেপ্তার আল আমিন (৩২) ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব দক্ষিণহাটি ভুইয়া বাড়ি এলাকার ফরহাদ মিয়ার ছেলে।

ওসি মাজহারুল হক জানান, আল আমিন নোয়াখালী থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসে এসে শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামেন।

“স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে তল্লাশি করে। তল্লাশি করে ১৮৬টি সৌদি রিয়াল, ২৯টি ওমানি রিয়াল, ১০টি কুয়েত দিনার, তিনটি ইউএই দিরহাম, চারটি ইউএস ডলার ও দুইটি ইউরোসহ মোট ২৩৫টি বিভিন্ন মূল্যমানের নোট পাওয়া যায়।”

তার কাছে এসব মুদ্রা রাখার কোনো বৈধ কাগজপত্র নেই জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে কমলাপুর থানায় মামলা হয়েছে।