পশুর নদীতে সার বোঝাই জাহাজডুবি

মোংলা সমুদ্রবন্দর চ্যানেলের পশুর নদীতে একটি সার বোঝাই জাহাজ ডুবে গেছে।

খুলনা ও বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2021, 02:33 PM
Updated : 8 Oct 2021, 02:33 PM

শুক্রবার দুপুরে চিলা ও কানাইমারী এলাকার মধ্যবর্তী একটি ডুবো চরে আটকে যাওয়ার পর জোয়ারের সময় ‘এমভি দেশবন্ধু’ নামের এই জাহাজ ডুবে যায়।

তবে জাহাজে থাকা নাবিক ও শ্রমিকরা নিরাপদে তীরে পৌঁছাতে পেরেছেন বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকরউদ্দিন জানান, জাহাজটি শুক্রবার সকালে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া-১৪ থেকে ৮৫০ মেট্রিক টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার নিয়ে নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়।

“দুপুরে এটি চিলা ও কানাইমারী এলাকার মধ্যবর্তী একটি ডুবো চরে আটকে যায়। পরে জোয়ারের সময় ডুবে যায়। তবে জাহাজে থাকা নাবিক ও শ্রমিকরা নিরাপদে তীরে পৌঁছাতে পেরেছেন।”

ফকরউদ্দিন আরও বলেন, পণ্যবাহী জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। ফলে সব ধরনের জাহাজ চলাচল স্বাভাবিক আছে।

তারা জাহাজটির মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান এই হারবার মাস্টার।