ইলিশ রক্ষার অভিযানে ইউএনওর স্পিডবোটে ‘হামলা’

বরিশালের মেহেন্দীগঞ্জে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযানে জেলেদের হামলার অভিযোগ উঠেছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2021, 01:44 PM
Updated : 8 Oct 2021, 01:44 PM

হামলায় নিরাপত্তারক্ষী দুই আনসার সদস্য আহত হয়েছেন বলে ইউএনও মো. শাহাদাত হোসেন মাসুদের অভিযোগ।

এই সময় নদীতে পড়ে দেহরক্ষীদের একটি অস্ত্র খোয়া গেছে বলেও জানান তিনি।  

শাহাদাত হোসেন মাসুদ বলেন, মা ইলিশ রক্ষায় শুক্রবার সকালে মেহেন্দীগঞ্জের গজারিয়া নদীতে অভিযানে নামেন তারা। দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারের ঘাট এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকটি ট্রলারে জেলেরা ইলিশ শিকার করছিল।

“এ সময় তাদের ধাওয়া করলে একটি ট্রলার আমাদের স্পিডবোট লক্ষ্য করে উচ্চগতিতে চালিয়ে এসে সজোরে ধাক্কা দেয়।” 

এ সময়ে নিরাপত্তাকর্মী আনসার সদস্য তুহিন ও ইব্রাহিম ছিটকে নদীতে পড়ে যান বলে তিনি জানান।

ইউএনও আরও বলেন, নদীতে পড়ে গিয়ে আহত হওয়া আনসার সদস্য তুহিন ও ইব্রাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

“তুহিনের সঙ্গে থাকা শটগানটি নদীতে পড়ে গেছে। অস্ত্রটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছে।”

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, হামলাকারীদের শনাক্তে ইতিমধ্যে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি।