সাবেক সাংসদ ভারতী নন্দী সরকার নেই

দিনাজপুরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ভারতী নন্দী সরকার আর নেই।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2021, 01:32 PM
Updated : 8 Oct 2021, 07:16 PM

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুত্রুবার দুপুরে দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশানঘাটে তার অন্তেষ্টিত্রিুয়া সম্পন্ন হয়।

অন্তেষ্টিত্রিুয়ার আগে দিনাজপুরের জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকীর নেতৃত্বে একদল চৌকশ পুলিশ সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করেন।

অন্তেষ্টিত্রিুয়া অনুষ্ঠানে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জাকিয়া তাবাসসুম জুঁই, পুলিশ সুপার আনোয়ার হোসেন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভারতী নন্দী সরকার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে তার বড় ছেলে শেখর কুমার সরকার জানান।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে ভারতী নন্দী সরকার বৃহত্তর দিনাজপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হন। এর আগে তিনি ১৯৭৪ সালে দিনাজপুর পৌরসভার প্রথম নারী কমিশনার (বর্তমান কাউন্সিলর) নির্বাচিত হন।

ভারতী নন্দী সরকার নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার স্বামী প্রয়াত মিহির কুমার সরকার দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার ছেলে শেখর কুমার সরকার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। অপর ছেলে শিমুল কুমার সরকার সরকারি চাকরিজীবী।