কাশিয়ানীতে বাঁধ ভেঙে ২৫ ব্যবসা প্রতিষ্ঠান মধুমতিতে বিলীন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়পাড়া বাজার রক্ষা বাঁধ ভেঙে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান মধুমতি নদীতে বিলীন হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2021, 10:04 AM
Updated : 8 Oct 2021, 10:04 AM

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় জানান, শুক্রবার ভোরে উপজেলার ভাটিয়পাড়া বাজার রক্ষা বাঁধে হঠাৎ করে ফাটল ধরে। কেউ কিছু বুঝে উঠার আগেই ব্যবসায়ীদের মালামালসহ ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এতে অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবাসয়ীরা জানিয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

এদিকে মধুমতি নদীর তীরে ফাঁটল ধরে আরও ২০/২২ টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙনের কবলে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

ভাটিয়াপাড়া বাজারের ব্যাবসায়ী জাকির হোসেন বলেন, মধুমতি নদী তীরের বাঁধে বৃহস্পতিবারও কোন ধরনের ফাটল ছিল না। বাঁধ এলাকা ছিলো সুরক্ষিত। ভোরের আলো ফোটার আগেই ভাঙন শুরু হয়।

শশ্মান বিশ্বাস জানান, ভোরের আগেই ভাটিয়পাড়া বাজার রক্ষা বাঁধ ভেঙে ভাঙন শুরু হয়। এরপর একে একে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান গ্রাস করে মধুমতি। তারা সেখান থেকে মালামাল বের করে নেওয়ারও সুযোগ পাননি।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো. ফইজুর রহমান জানান, ভাঙন প্রতিরোধে কাজ তারা করছেন। হুমকির মুখে পড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।