চলন্ত বাসে ট্রাকের চাপা: কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপকের হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে চলন্ত বাসের সঙ্গে দ্রুতগামী ট্রাকের চাপায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2021, 08:26 AM
Updated : 8 Oct 2021, 08:26 AM

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ফুলপুর উপজেলার বাশাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।

আহত হাসান মোরশেদ আলী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সহকারী অধ্যাপক। তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, হাসান মোর্শেদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আদিল পরিবহনের বাসে করে শেরপুরে যাচ্ছিলেন। অসাবধানতায় তার ডান হাতটি জানালার বাইরে ছিল।

“এ সময় শেরপুর থেকে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বাসের চাপা লাগলে হাসান মোরশেদের ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে যায়।”

পরে বাসটি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে চালক পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। তার হাতের বিচ্ছিন্ন অংশ সংগ্রহ করেছে পুলিশ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, ঢাকার ল্যাব এইড হাসপাতালে হাসান মোর্শেদের অস্ত্রপ্রচার চলছে বলে তারা শেষ খবর পেয়েছেন।