গাজীপুরে মায়ের হত্যাকারী ছেলের যাবজ্জীবন

গাজীপুরের কালিয়াকৈরে মাকে কুপিয়ে হত্যার করার মামলায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2021, 06:02 PM
Updated : 7 Oct 2021, 06:02 PM

বৃহস্পতিবার গাজীপুর জেলা ও দায়রা জজ মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।

রাতে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়, যা অনাদায়ে তাকে আরও তিন মাসের সশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিত মো. শাহজাহান খান ওরফে সাজু (৪৬) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁচারস এলাকার মো. আমছের আলী খান ও আনোয়ারা বেগমের ছেলে।

মামলার বরাতের গাজীপুর আদালত পরিদর্শক মো. মনিরুজ্জামান  জানান, আমছের আলী ও আনোয়ারা দম্পতির এক ছেলে সাজু এবং এক মেয়ে মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম মারা যাওয়ার পর থেকে সাজু জমি সংক্রান্ত বিরোধের জেরে তার বাবা-মাকে হুমকিসহ নানাভাবে নির্য়াতন করতেন।

অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ১৯ মার্চ সাজু বাড়ির পাশে তাদের বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে যান। এতে বাবা নিষেধ করলে শাহজাহান খান তাকে গালাগাল করেন। ওই সময় মা আনোয়ারা বেগম প্রতিবাদ করলে সাজু দা দিয়ে তার মায়ের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম মারা যান।

ওই ঘটনায় নিহতের ভাই (শাহজাহানের মামা) মো. হাসেম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামির পক্ষে ছিলেন মো. ইসমাইল হোসেন খান।